ইসরায়েলের রাজধানী জেরুজালেমে রকেট হামলার পরপর ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
মঙ্গলবার মাধ্যমটির খবরে বলা হয়, হামলায় ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ৬৫ জন। বিমান হামলায় অন্তত তিনজন হামাস মিলিট্যান্ট মারা গেছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল জোনাথন কনরিকাস বলেছেন, গাজায় সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ আমরা শুরু করেছি।
হামাস সূত্রে জানা গেছে, হামলায় ইজজেডাইন আল-কাসাম ব্রিগেডের অধিনায়ক মোহাম্মদ আবদুল্লাহ ফায়াদ নিহত হয়েছেন।