কোপা আমেরিকা-২০২১ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের ঐতিহাসিক মারকানা স্টেডিয়ামে কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার স্বপ্নের ফাইনাল শুরু হয়। টানটানে উত্তেজনার মধ্য দিয়ে আজ রোববার সকালে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে পরাজিত করেছে স্বাগতিক ব্রাজিলকে।
প্রথামার্ধে ডি মারিয়ার দুর্দান্ত গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। ওই গোলই খেলার ধরে রাখে খেলার শেষ পর্যন্ত। খেলায় দু’দলই প্রায় সমান তালে লড়াই করলেও শেষে সফল হয় আর্জেন্টিনা দল।
কিন্তু ২৫ গজের বিপজ্জনক জায়গা থেকে বারবার ফ্রি-কিক পেলেও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ৩৪ মিনিটে নেইমারের ফ্রি-কিক দেয়ালে প্রতিহত হয়। ৪২ মিনিটের মাথায় এভার্টনের আক্রমণ প্রতিহত হয় আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজের দস্তানায়। ৪৪ মিনিটে নেইমারের কর্ণার থেকে বল ধরে আক্রমণ শানান রিচার্লিসন। যদিও তা মাঠের বাইরে চলে যায়।
অবশেষে ৯০মিনিট এবং অতিরিক্ত ৫মিনিট সহ ৯৫মিনিটের খেলায় ফাইনালে আর্জেন্টিনা ১-০ গোলে পরাজিত করেছে স্বাগতিক ব্রাজিলকে।