চলছে গ্রীষ্মকাল.! চারদিকে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। কয়েকদিন অল্পস্বল্প বৃষ্টি হলেও এখন নেই বৃষ্টি হবার কোন লক্ষণ। যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিলেন, “নাই রস নাই; দারুন দাহনবেলা.”
“ঘাম ঝরে দরদর
গ্রীষ্মের দুপুরে
খাল বিল চৌচির,
জল নেই পুকুরে।
মাঠে ঘাটে লোক নেই,
খাঁ খাঁ করে রোদ্দুর।
পিপাসায় পথিকের
ছাতি কাঁপে দুদ্দুর।”
অন্যদিকে বিভিন্ন প্রকারের মৌসুমী ফল খেয়ে যেন গরম আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাই দিশেহারা সর্বস্তরের মানুষ। এমন এক দিশেহারা অবস্থায় ব্যতিক্রম এ উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ির কিছু যুবক। তারা ট্রাকের মধ্যে গড়ে তুলেছে ভাসমান সুইমিংপুল। আর তাতে করেই সাঁতার কেটে পাড়ি দিয়েছে প্রায় ৩৫ কিলোমিটার পথ……