http://nabajagoron.com/?p=46

নবান্ন: রুবেল পালোয়ান রাজ

একদিকে বৈশাখ
অন্যদিকে বিষণ্ণতা,
একি নবান্ন?
নাকি নব হিংস্রতা।

প্রকৃতির বৈরাগ্যের
আজ বৈরী রূপ,
ব্যধির ব্যাকুলতা;
নিধি নিশ্চুপ।

ভক্তি প্ররোচিত
মুক্তি নিষ্ফল ;
যু্ক্তি প্রকান্ড
বিধি নিশ্চল।

সভ্যতা অস্থির
সাধু নগ্ন ;
চেতনা অশ্লীল
চিন্তা ভগ্ন।

এ কোন নবান্ন?
নগ্ন পায়ে হেটে চলেছে
নব দিগন্তরে পানে।

এ কোন সুর?
অসুরের দোয়ারে পূজিল
ভক্তি; কথা আর গানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *