কৃষ্ণচন্দ্র (সোর্স: গুগোল) |
একই আকাশে একইদিনে আজ দেখা যাবে চাঁদের তিনটি অবস্থা। এমনটাই জানিয়েছেন বিজ্ঞানবিদগণ। সন্ধ্যকাশে আজ বুধবার দেখা যাবে এই কৃষ্ণচন্দ্র। মাসের যেকোন সময় যখন সূর্যের আলো সরাসরি চন্দের পৃথিবী অক্ষের উপর পরে তখন তাকে কৃষ্ণপক্ষ বলে। আজ সন্ধ্যার পর যা দেখা যাবে।
সুপারমুন (সোর্স: গুগোল) |
অপরদিকে আজকে চন্দের অবস্থান পৃথিবী থেকে ৩,৫৭,৩০৯ কিলোমিটার দূরত্বে অবস্থান করবে যা সাধারণত ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরে অবস্থান করে। সুতরাং চন্দ্র আজ পৃথিবীর সবথেকে কাছে অবস্থান করবে যা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘সুপারমুন’
তাই একইসাথে ব্ল্যাক ও সুপারমুনকে বলা হয় ‘সুপার ব্ল্যাক মুন’ যা আজ সন্ধ্যার পর দেখা যাবে।
চন্দ্রগ্রহণ (সোর্স: গুগোল) |
আবার অন্যদিকে আজ বিকেল ৫টার পর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে।
সুতরাং আজ বুধবার সন্ধ্যাকাশে একইসাথে কৃষ্ণচন্দ্র, সুপারমুন ও চন্দ্রগ্রহণ দেখা মিলবে।