আমার একার ঘর,
এক দেখাতে থমকে গেছি আমি।
শেষ যাত্রাও আজ শেষ,
রাত জেগে থাকার ঝুঁকি টাও আজ নেই।
হারিয়ে গেছি না ফেরার দেশে।
অতিবাহিত বেলা যেন স্বপ্নের মোহ!
আমার কারুর ঘর,
স্বপ্নের ভীড়ে লুকিয়ে দেখি আমি,
মানুষ সাজে নতুন নতুন সাজে।
এই যে এখন চুপটি করে একা,
বদ্ধ ঘরে বন্দি আমি একা।
আজকে কেমন সুপ্ত দেখায় মনে,
সবার আড়ালে নিঃশব্দ মাটির চাপা।
মহাযাত্রা যে অনিবার্য বলে কথা!
সর্বত্রই পিছুটান বিহীন অন্ধকার!
খুব বেঁধেছে শক্ত করে জুড়ে,
অসীম অপেক্ষার দেশে।
না ফেরার দেশে।
পোকামাকড়ে বন্দি আজ গাত্র,
মাটির গন্ধ আজ অঙ্গ জুড়ে খায়।
সবই অনন্তকালের উপসর্গ।
সহ্যের তালিকা বড় করাই বাহুল্য,
মৃত্যু হবে এটাই সত্য!
সময় গেলে সাধন হবে না।
বিলাসিতার চোখ থাকবে না।
অন্ধকারের মায়া কাটিয়ে,
দুচোখ আলোয় ভরো প্রভু।