এসএসসি-২০২২ এর প্রাক-নির্বাচনী পরিক্ষার সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের অর্থাৎ ১০ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী অর্থাৎ প্রি-টেস্ট পরীক্ষার সিলেবাস খসড়া আকারে প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। মহামারী করোনাভাইরাসের কারণে এ বছরের প্রাক-নির্বাচনী পরীক্ষা শুধুমাত্র বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে অনুষ্ঠিত হবে।
সেজন্য শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সিলেবাস প্রস্তুত করেছে এই ৩টি বিষয়ের উপর। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে।

I’d have to examine with you here. Which isn’t one thing I usually do! I enjoy studying a put up that will make people think. Also, thanks for permitting me to remark!