বেলা শেষে
হাফসা তাবাসসুম রোদন
সেই যে ছিল একদিন…
বিকেলে বাড়ি ফিরি আড্ডা শেষে,
আবার সকালে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে মেঘ ডেকে।
কোথাও না কোথাও একটা ফাঁক থেকেই যায়…
তাই বলে কি সময়টা মোর থেমে যায়?
এখন যে সময় মোর এলো ঘনিয়ে,
বাতাসের সাথে পাখির ছন্দ যায় গুণগুণিয়ে…
এই স্নিগ্ধ সমীর, গঙ্গার তীর, অবারিত মাঠ মুগ্ধ করে আমায়…
তার সঙ্গে প্রকৃতিও যেন ভালোই ভাব জমায়।
প্রকৃতির সেই বিলাসিতা,
পরম শান্তি সবই আজ নিঃস্ব।
দিশেহারা বিভ্রান্ত প্রকৃতির সবাই যেন আজ শিষ্য।