https://nabajagoron.com/opekkha

অপেক্ষা

অনিকা আক্তার

https://nabajagoron.com/opekkha

ওহে কৃষক…!
সময়তো শেষ…

তাকিয়ে দেখো না !! রৌদ্রটা হেলে পরেছে
ঘনিয়ে আসছে আধার,
মাঠে ঘাটে কেউ নেই
বন্ধ হয়েছে সব দ্বার।

চারপাশে যে, সব থমকে গেছে
চলে গেছে সবাই আপন স্থলে
তোমার কী কাজ শেষ হয়নি !
শেষ হয় কী ধান কাটা !

আর কত এভাবেই তুমি থাকবে অপেক্ষায়
কতদিনই বা থাকবে সদা আঁখি জ্বলে,
সবার অন্ন জোগাও তুমি তবে কেন
তুমিই থাকবে সবার তলে।

আর কতকাল লাঙ্গল_জোয়াল কাঁধে নিয়ে দৌড়াবে তুমি,
থাকনা এভাবেই সব,হয়ে থাকনা
সব মরুভূমি।

কেনই বা প্রতিদিন তুমি এভাবেই
ছুটতে থাকো
কেনই বা প্রতিদিন থাকো
অপেক্ষায়,
তোমার তো অল্প খাবারেই যথেষ্ট
তাবে কিসের এতো দায়।
কেনইবা এখনো দাড়িয়ে আছো
চলে যাওনা সব ফেলে,
কেনইবা অধির যত্নে এগুলো
রেখেছো আপন করে।

সময়তো শেষ!!

আবছা আধার,আবছা আলো
প্রকৃতিতে জুড়ে আছে
ওরাও আছে তোমার অপেক্ষায়
কখন তোমার কাজ শেষ হবে

প্রতিদিনই তো সকাল থেকে কাজ শুরু করো
নেও না তো কোনো দিনই নিস্তার
তবে আজকে একটা দিন নিস্তার
নিলে কী হয়,
একটু পর যে আধার নামবে
তোমার কী করবেনা মোটেও ভয়।
তাইতো আধার হওয়ার আগেই
চলে যাও সব ফেলে‌..

কাঠ _ফাঁটা সেই রৌদ্রেও তো
দাড়িয়ে থাকো তুমি,
যাতে ফসলের কিছু না হয়।
মুষুলধারা বৃষ্টি হলেও তো
দাড়িয়ে থাকো তুমি,
যাতে ফসলের কিছু না হয়।

তবে আজকে একটা দিন থাক না !!
থাকনা একটা দিন,
এদিন না হয় কাটাও শুধু
রংধনুর মতো রঙিন।

5 Comments

  1. আমি অবশ্য তেমন একটা কবিতা পড়ি না ।তবে এই কবিতাটা পড়ে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। একজন কৃষকের কথা খুব সুন্দর ভাবে বোঝানো হয়েছে । কৃষকের প্রতি সম্মান আরও বেড়ে গেলো কবিতাটা পড়ে। God bless you

    1. অনেক অনেক ধন্যবাদ…………. এমন আরোও জনপ্রিয় কবির কবিতা পেতে আশা করি সাথেই থাকবেন। বিশেষ প্রয়োজনে আমাদের মেসেঞ্জারে ইনবক্স করুন।

    1. অনেক অনেক ধন্যবাদ…………. এমন আরোও জনপ্রিয় কবির কবিতা পেতে আশা করি সাথেই থাকবেন। বিশেষ প্রয়োজনে আমাদের মেসেঞ্জারে ইনবক্স করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *