বিশ্ব মহামারি কোভিড-১৯ এর প্রকোপে ২০২০সালের মার্চে সাময়িক সময়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা হয়। তারপর ধাপে ধাপে বাড়তে থাকে এই বন্ধ। অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী অনলাইনে ভার্চুয়াল মিটিংয়ে ১৩ই জুন থেকে প্রতিষ্ঠান খোলার কথা জানান। ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রীর সেই বক্তব্যের উপর ভিত্তি করে অবশেষে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫০ দিনের উপযোগী নতুন সিলেবাসও প্রণয়ন করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। (নিম্নে সংযুক্ত)