https://nabajagoron.com/srijon/

সৃজনে পড়ি আমি, সৃজনে পড়ি
সারা জয়দেবপুরে যার; নেই কোনো জুড়ি।
এ কোচিং এ পড়ালেখা হয় অনেক ভালো,
পড়া পারে না যে তার মুখ হয়ে যায় কালো।


তার জন্যও রয়েছে কঠোর ব্যবস্থা,
হয় যেন খারাপ তার অবস্থা।
পড়া না পারলেই দেওয়া হয় রিমান্ড,
তাইতো সবার কাছে এ কোচিংয়ের অনেক ডিমান্ড।


রিমান্ডের ভয়ে আমরা পড়া শিখি সব,
দাঁড়িয়ে থাকতে হয় আমাদের; যদি করি ক্লাসে বকবক।
প্রতি সপ্তাহেই হয় কোচিং এ পরীক্ষা,
যা থেকে আমরা পাই না কখনোই রক্ষা।


তাইতো খারাপ স্টুডেন্ট পারেনা এখানে টিকতে,
তখন তারা বাধ্য হয় এখান থেকে ভাগতে!!
এখানে পড়ালেখার সাথে হয়না কখনো ছল,
তাই সবসময় ভালো এই কোচিংয়ের ফলাফল।

https://nabajagoron.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/
কবিতা: মনে রেখো
https://nabajagoron.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/
কবিতা: বেলা শেষে
https://nabajagoron.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/
কবিতা: পঞ্চ কালিদাস