বন্দুকহাতে সেলফিতে রাধিকা (ছবি সংগৃহীত) |
ভারতের উত্তর প্রদেশের হারদুই অঞ্চলের রাজেশের ছেলে আকাশ গুপ্তার সাথে ২৬বছর বয়সী রাধিকার বিয়ে হয় চলতি বছরের মে মাসে। শহরে তাদের ছোটো গহনার দোকান থাকায় সেটার নিরাপত্তার জন্য ১২-বোর এজনলা বন্দুক ব্যবহারের সরকারি অনুমোদন রয়েছে। আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচনের জন্য তাদের বন্ধুকটি থানায় জমা রাখা হয়েছিল।
এদিকে মাত্র মাস দুয়েক আগে বিয়ে হওয়া রাধিকা নতুন বউ হিসেবে যান স্বামীর বাড়িতে। নির্বাচন শেষে থানা থেকে আনার পর বন্দুক দেখে শখ হয় বন্দুক হাতে ছবি তোলার। তাউ থুতনির সঙ্গে নল ঠেকিয়ে তুলতে চান সেলফিছবি। তাও আবার সেলফি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ট্রিগারে চাপ পড়ে বন্দুকের গুলিতে উড়ে যায় তার মাথা-মগজ।
পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ বন্দুক ও মোবাইল ফোনটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। পুলিশ এই ঘটনায় রাধিকার স্বামী আকাশকেও জিজ্ঞাসাবাদ করেছে।