ভাব ও কাজ |
কাজী নজরুল ইসলাম
সার্থক জীবন গঠন করার জন্য কাজী নজরুল ইসলাম ‘স্পিরিট’ বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন। ‘স্পিরিট’ বা আত্মার শক্তি মানুষের আসল শক্তি। ভাব-সাধনা আমাদের মধ্যে উদ্দীপনা জাগায়। কিন্তু এই উদ্দীপনাকে কাজে রূপ দিতে হলে ‘স্পিরিট’-কে সঠিক পথে পরিচালনার বিকল্প নেই। শুধু এর মধ্য দিয়েই জীবনে মহৎ কিছু অর্জন করা সম্ভব। এ কারণেই কাজী নজরুল ইসলাম ‘ভাব ও কাজ’ প্রবন্ধে সবার মধ্যে এই শক্তির জাগরণ কামনা করেছেন।
👽লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলা যাবে না কিন্তু…..😉😈