http://nabajagoron.com/otithir-sriti

অতিথির স্মৃতি (৮ম শ্রেণি)

অতিথির স্মৃতি
                                                শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
 বাংলা সাহিত্যের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি অনবদ্য নাম।  প্রথমেই আমরা তাঁর  সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই। তিনি ১৫ সেপ্টেম্বর, ১৮৭৬ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছিলেন। কিন্তু পারিবারিক অভাবের কারণে আর পড়াশোনা হয়ে উঠেনি। কিন্তু তারপরও পারিবারিক বন্ধন ছিল সুদৃঢ়। তাই এরপর কর্মজীবন শুরু হয় ১৯০৫ সালে বার্মা রেলের পরীক্ষকের অফিসে কেরানির চাকরি দিয়ে। এরপর সাহিত্যচর্চা শুরু করেন। তিনি অনেক উপন্যাস, প্রবন্ধ, নাটক, ছোটগল্প লিখেছেন। তাঁর ‘দেওঘরের স্মৃতি’ গল্পটির নাম পাল্টে এবং কিছুটা পরিমার্জিত করে এখানে ‘অতিথির স্মৃতি’ হিসেবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েক দিনের পরিচয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এ গল্পের প্রতিপাদ্য। এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে।
 
অতিথির স্মৃতি (ভিডিও ক্লাস)
👽লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলা যাবে না  কিন্তু…..😉😈

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *