https://nabajagoron.com/up-election

কাপাসিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ফলাফল

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ১১ নভেম্বর অনুষ্ঠিত ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত ৮ জন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বাকী ৩ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগ থেকে নির্বাচিতরা হলেন, সিংহশ্রী ইউনিয়নে আনোয়ার পারভেজ খোকন(নৌকা), রায়েদ ইউনিয়নে শফিকুল হাকিম মোল্লা হিরন(নৌকা), টোক ইউনিয়নে এম এ জলিল(নৌকা), ঘাগটিয়া ইউনিয়নে হারুন অর রশিদ হিরন(নৌকা), সনমানিয়া ইউনিয়নে আবদুল মালেক ভূঞা (নৌকা), কড়িহাতা ইউনিয়নে মাহবুবুল আলম মোড়ল(নৌক), তরগাও ইউনিয়নে আয়ুবুর রহমান সিকদার(নৌকা), কাপাসিয়া সদর ইউনিয়নে সাখাওয়াত হোসেন (নৌকা)।
নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা হলেন বারিষাব ইউনিয়নে এসএম আতাউজ্জামান বাবলু( আনারস), চাদপুর ইউনিয়নে ইকবাল মাহমুদ খান(মোটর সাইকেল), দুর্গাপুর ইউনিয়নে এম এ ওয়াহাব খান খোকা(মোটর সাইকেল)।

১১নং দূর্গাপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক এম. এ. ওহাব খান খোকা সর্বাধিক ৮২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী এম. এ. গাফফার নৌকা প্রতীকে পেয়েছেন ৭৫৩৮ ভোট।

One Comment

  1. It is truly a great and helpful piece of info. I?¦m happy that you shared this useful info with us. Please keep us informed like this. Thank you for sharing.

Leave a Reply to zoritoler imol Cancel reply

Your email address will not be published. Required fields are marked *