https://nabajagoron.com/?p=809

বনানীতে লাগা আগুন ৪ঘন্টায় নিয়ন্ত্রণে

https://nabajagoron.com/?p=809

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভি ভবনের তিনতলায় আগুনের সুত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট কাজ করেপ্রায় চার ঘণ্টা চেষ্টায় দুপুর ১টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে আনন্দ টিভির কার্যালয় এবং তিন তলায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে এমিকন নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। ওই গোডাউনে খেলাধুলার ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী বানানো হতো। এগুলো মূলত মেটাল দিয়ে তৈরি করা হতো। আর এসব মেটালে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে। যার কারণে ভয়াবহ ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এই ধোঁয়া আশপাশেও ছড়িয়ে পড়েছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট । সকালে প্রথম আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট নেভাতে যায়। পরে আরো ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। ভিতরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হওয়ার কারণে কর্মীদের প্রচুর বেগ পেতে হয়া আগুন নিভাতে। অতিরিক্ত ধোঁয়া থাকায় অনেক জায়গায় ঠিকভাবে পানি দেয়া যাচ্ছিল না। অবশেষে দুপুর একটা বেজে পাঁচ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *