http://nabajagoron.com/?p=50
কোথা থেকে এলো আজকের এই নববর্ষ..? বৈশাখ মাসের প্রথম দিনটি বাংলা নববর্ষ হিসেবে সবার কাছে পরিচিত। প্রতি বছরই সমগ্র বাংলাদেশ ও ভারতের বেশ কিছু অঙ্গ রাজ্যে সংস্কৃতি অনুরাগী থেকে শুরু করে সব স্তরের সর্বসাধারণ বাংলা নববর্ষ উদ্যাপন করে থাকেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-ধর্মীয় অনুষ্ঠান ও বর্ণিল উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর ১৪ এপ্রিল এ উৎসব পালিত হয়। বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে বাংলাদেশে এ দিনটিকে নির্দিষ্ট করা হয়েছে।
 
সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে মনের মাঝে আঁকড়ে ধরে রাখা যায়। এই পথ অবলম্বন করে নতুন প্রজন্মকে জানাতে পারেন বাংলাদেশ ও দেশের অতীত, পরম্পরা, গ্রহণযোগ্যতা এবং ঐতিহ্য সম্পর্কে কিছু কথা। আর এদিনটিতে বন্ধু-বান্ধব, পরিবারকে ঘুরিয়ে মনের কোণে জাগ্রত করাতে পারেন দেশপ্রেম। তাই, বৈশাখকে দু’চোখ ভরে দেখুন, আর নিজেকে সবার মাঝে একাত্মা করে আনন্দ ভাগাভাগি করতে এবং  নতুন বছরকে বরণ করতে আসছে ‘নবজাগরণ’ এর বিশেষ সংখ্যার আয়োজন………..
 
💅লেখা ও চিত্রাঙ্কন জমা দেয়া যাবে ১৩/০৪/২০২১খ্রি. পর্যন্ত।
 
👽লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলা যাবে না  কিন্তু…..😉😈

One Comment

  1. I’ve been browsing online more than 3 hours these days, yet I by no means found any fascinating article like yours. It’s pretty price enough for me. In my opinion, if all web owners and bloggers made excellent content as you probably did, the internet might be much more helpful than ever before.

Leave a Reply to zoritoler imol Cancel reply

Your email address will not be published. Required fields are marked *