-
১৯৬৫ সালে ঢাকার মহাখালীতে কলেজটি ‘জিন্নাহ কলেজ’ নামে প্রতিষ্ঠা হয়। দেশ স্বধীন হওয়ার পর নামকরণ করা হয় শহিদ তিতুমীরের নামানুসারে সরকারি তিতুমীর কলেজ। তিতুমীর কলেজ ঢাকার পুরাতন কলেজের মধ্যে একটি। কলেজটি প্রতিষ্ঠার শুরুতে ইন্টারমিডিয়েট পর্যায়ে পাঠদান করা হতো। পর্যায়ক্রমে কলেজটির শিক্ষা কার্যক্রম ডিগ্রী এবং অনার্স পর্যায়ে উন্নীত করা হয়। বর্তমানে শুধুমাত্র উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে কলেজটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও মাস্টার্স শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আমাদের যুব সমাজ জাতির আশা-ভরসার কেন্দ্রস্থল। জাতীয় জীবনে যে কোন গুরুত্বপূর্ণ, যে কোন আপদকালীন মুহূর্তে যুবসমাজ অগ্রণী এবং সাহসী ভূমিকা পালন করতে পারে। ‘৫২-তে, ‘৫৪-তে, ‘৬২-তে, ৬৬-তে, ‘৬৯-এ, ৭১- এ এবং ‘৯০-এর উত্তাল দিনে দেশবাসীকে তারা আশা দিয়ে, ভরসা দিয়ে, শক্তি দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে এবং প্রতিভা দিয়ে, প্রেরণা জুগিয়েছে। এ ত্যাগ ও সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের বর্তমান যুব সমাজ দেশগঠনে স্মরণীয় ভূমিকা রাখতে পারে। আমাদের সংগ্রামী যুবসমাজ যদি তাদের উপর অর্পিত দায়িত্বসমূহ নিষ্ঠা ও প্রযত্নের সাথে সম্পন্ন করে এবং আমাদের যুবকদের অতীত গৌরবদিপ্ত কর্মকান্ড থেকে শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তোলে তবে আগামি দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় হাতিয়ার হিসেবে তারা চির পরিচিত হবে। আমাদের দেশের মত স্বল্প শিক্ষিত উন্নয়নশীল দেশে যুবসমাজেই সকল আশা-ভরসার স্থল। মানব কল্যানে উদ্ধুদ্ধ হয়ে প্রতিটি যুবক-কে দেশ ও জাতির প্রতি নিজেদের দায়িত্ব পালনের সচেষ্ট হয় তবেই জাতিয় জীবনে আসবে মুক্তি। আর সেই মুক্তির পাথেয় হোক সাহিত্য এবং সাহিত্যচর্চা। তাই সাহিত্য সম্প্রসারণের লক্ষ্যেই আমাদের এই পথচলা.....
© Copyright - Nabajagoron Designed by H.M.Sifatollah Al Maruf